হচ্ছে মজা, চলছে খেলা,
ওপারের নোংরা এপারে ফেলা।
কোরোনা এসে তুললো ফণা
ধরলে পরে কেউ চেনেনা।
ভোটের সময় এসে গেছে
নেতারা সব উঠেছে গাছে,
বেতন, ভাতা সবই বাড়বে
ভোট যদি দাও আমার খাতে।
ভোট সেতো গেলে পরে,
বছর কাটে শূন্য জলে,
আবার ভোট এলে পরে,
বেতন, ভাতা সবই বাড়ে।
সরকারি সে চাকরি করে
মেয়ের বাবা বেজায় সুখে,
পণ দিয়েছে লক্ষ টাকা
যাবে সেতো দালাল খাতে।
লক্ষ টাকা নগদ দিয়ে
হয়েছে সে স্কুল চাকুরে,
স্কুলে এসে চর্চা করে,
ঘুষ দেওয়া কাকে বলে।
এই ভেবে আমার রাজা
দিলেন প্রজাদের সাজা,
সরকারি বলে কিছুই হবেনা,
দাও এবার, কাকে দেবে টাকা।
সাদা টাকা, কালো টাকা,
সবই যে হবে ফিকে
সময় হলেই জানা যাবে,
কে সরকার, আর কে হবে pk।