DQuote E

Being an artist

"Life is a song - sing it. Life is a game - play it. Life is a challenge - meet it. Life is a dream - realize it. Life is a sacrifice - offer it. Life is love - enjoy it.. 🙂

about image

Interested to Work?

Life’s Too Short for the Wrong Job

we make things better


The Realization of Truth


When quotes become specific "😇" actions are like pacific 🌊

Peace is seeing 🙄 wrong things are corrected ✅

Hope is being able to see 👀 that there is light 🪔

Can it be understood ❓, mamma or mommo ⚠️


The Question of superiority is answered by the thought of evolution. By the manifestation of the nature of God, creating man and woman is either simultaneous or transformation. In biology it is cell division, in physics it is attraction and repulsion, in math its a probable condition to match ratios, in me, shit, I have over thought it again 😌🤯😅🙂

It is always you vs you 🤺, what you expect from yourself is what you are and what you can do 🤖

In reality there is no absolute, is reality overwhelmed by imagination? Yes, Indeed! 😈😼


Poetry and Thoughts


सुरु होता है दिन मेरा, लेके याद तेरा/ नींद नही आता आज कल, स्वप्नों को पीछे छोर आया/ जो वक़्त था, इंतिजार का, छाया हुआ सन्नाटा/ तेरी याद लेके, रौशनी में बदल डाला || 🙂😊

दिलमे जब खयाल आता है तेरा/ दुनिया दिखाये मुस्कुराता हुआ चेहरा/ केया गम है इस जीबन की सफर में/ मिटा देंगे सब, लेके तेरी यादो का मेला || 🙂🙂

बेचनी का कोई रांग नही होता, बेखब्री का ना पता/ बस लिखते हो जो मन में आता है, सुकून जो मिला/ दिलका है क्या पता, रहेता है खोया खोया/ आसमान की गहेरही में मिला जिसका पता/ दिन काट जाता है, पता नही चलता हम जिंदा है या मुर्दा 🌚👽

ना जाने क्यों सताती है तू, निंदो में आके/ तेरी खुसबो जो छाये, मान में पयार भराये/ खुला जो आसमान में, तारो की गहराई में/ चादर जैसी बदलो पे मुस्कुराता हुआ झलक/ जो पालक है तेरी, ठंडक दी गयी/ क्या बताऊ निंदो के साथ सुबह दिखा गयी .....🥰🎶

एसा भी खयाल आता है दिल में/ जो बता ना पाए; दिन गुजरते है/ देखते देखते, सन्नाटा की किनारों में;/ तू चल, बस चलता जा, उम्मीदों की लहरमे/ नया तेरा सोच, नया यादें, / कैसे बताए, हम करते है मोहब्बत आपसे।। 😉😜

“My heart might be bruised, but it will recover and become capable of seeing beauty of life once more. It's happened before, it will happen again, I'm sure. When someone leaves, it's because someone else is about to arrive. I'll find love again.” – Paulo Coelho 😊😈

ভিখারীর ভ্রুকুটি পড়লো যে পাতে/ সাদা ভাত কালো হলো গরীবের নিশ্বাসে।।/ বড়ো তুমি, বড়ো মানুষ, কিবা আসে তাতে/ এক বেলা না খেলে পেটে জ্বালা আসে।। 👥

কতো রঙ্গ দেখি চাহিয়া ভুবনে/ ত্রিনয়নী সং সেজে, বলে ভোলানাথ নাচে।।/ অদৃশ্যের হীরাকাঠে, পড়লো কর্ম ফাঁদে / অর্থ বলে সামর্থ যার, কারণ অকারণে।।


পারো তুমি মিশে যেতে, সময়ের আড়ালে/ কিবা দিন,কিবা রাত, এই গরীবের কপালে।।/ যে জন করেছে চূর্ণ, কত হৃদয় হাহাকারে/ নিকৃষ্ট সে প্রানী, যেনো জগতের বোঝা টানে।।/ তুমি সেতো অপার্থিব, বোকা আমি বনে/ এই বুঝি ভালোবাসা, সুখ দুঃখের টানে/ আজ বলে, দূরে থাকো, কাল দেখা মনে/ সকালের মিষ্টতা, ওই চোখের কোণে।।/ বেলা শেষ হলে পরে, একা একা কথা বলে/ দিন কেটে যায় শুধু, প্রতিদিনের পরিমাপে/ পরিহাসে আজ আমি, পথিকের সুরে/ কাছে ডেকে নিয়ে যায়, অনেক, অনেক গভীরে।।/ ফেলে আসা দিনগুলো কেনো পিছু ডাকে/ অতীতের অবশেষে, তুমি আমি পাশে/ একসাথে ক্ষণিকের আঁকা সোজা পথে/ চলো যাই হাতধরে, ঐ ত্রিভুবন মাঝে।।
------------------------------~ বেলাশেষে

হরি ঘোষের বাগানে ছিল হরেক ফলের গাছ/ হরি হরি বলে কৃষ্ণ হলো কুপোকাত/ কি ফলে যে এমন নেশা, রাধাকে ভুলে যাওয়া/ কাদা মাখা কালোসনা, কালোজলে যায়না চেনা/ কলিযুগের একটি নীতি, নাম তার দুর্নীতি/ এদেখে কৃষ্ণ বেটা, উল্টো পায়ে দেয় হাঁটা/ রাধার নামের তাবিজ পরে, হয়েছে সে গাধা/ দাদা, দিদি, অনেক হলো, সবই পা চাটা.. 🤞

ভালোবেসে যদি বলি কাছে ডেকে নিতে/ প্রকৃতির সাথী তুমি, যাও শুধু মিশে।।/ মুহূর্ত সেতো অপার্থিব, সময়ের ছুটে চলা/ তুমি আমি একসাথে ক্ষণিকের আঁকা খেলা।।/ জীবন সেতো কেবলি মরণের পথে/ শুধু রয়ে যায় প্রজন্মের মাঝে,/ তাই আজ একমনে, ভোরের আলোর খোঁজে,/ দিন কেটে যায় শুধু পথ পানে চেয়ে ।।

নিরুদ্দেশ
---------------------
কেউ রয়ে যায় কাহানীতে, কেউ হয়ে যায় কাহিনী/ আবার কেউ বাহিনী হয়ে গড়ে তোলে নতুন কাহিনী।।/ হয়তো সেটা হতে পারে পুরানো ছবির দেশ/ রাজ রাজাদের খেলা ছিল, ছিল নানান ভেশ।।/ তোমার স্বপ্ন আছে মধুর, আছে কত আবেশ/ মৌমাছি তো গুনগুনিয়ে হলো নিরুদ্দেশ।।/ হয়তো সাথে দেখতে পারি নতুন আশার আলো/ তোমার কাহিনীতে বাহিনী হয়ে, দিন রাত্রির আলো।।

সাদা পরে কালো কাজে, কালো পরে সাদা কাজে/ বাস্তব সেতো ধূসর নয়, রঙ্গিন সে স্বপ্ন, আছে কলরবে/ বেঁচে থাকা, সেতো ব্যাক্তিত্বের, মুখোশের আড়ালে/ প্রধান সেতো পরমাত্মা, আছে কি কালো কাপড়ে?/ দিক থেকে দিগন্তে, একলা দাড়িয়ে এ ছায়াপথে/ ক্ষুদ্র এ জীবন, হয়েছে ক্ষুদ্র, সময়ের আড়ালে/ সুখ দুঃখের এই চলার পথে, ভালোবাসা নিও সাথে/ সখী যদি মনে করে, সখা তারে ডাকবে মন ভরে

প্রদীপ
------------------------~ eS D
নিশি রাতে ছিল জেগে তোমার প্রদীপ খানী/ হারিয়ে যাবো এমনি করে, দু চোখের কাহিনী।।/ একলা চলা এপথে, শান্ত শীতল স্বভাবে/ তুমি আর আমি, আমাদের চিরন্তন আবেগে।।/ কথা দিয়ে কাছে এসে, মন নিয়ে যায় চলে/ ভাবী কেনো আমি তোমায়, কল্পনা কথা বলে।।/ ফেলে আসা দুর পথে ছিল এক সঙ্গী/ আমারি স্বরূপ সেতো, মায়াজালে আছে বন্দী।।/ যদি দেখা হয়ে যায় সাথে, জিজ্ঞাসা করো তাকে/ প্রদীপের মায়াজালে কি ছন্দে রেখেছে নিজেকে লুকায়ে।।/
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------~ আমার আমিতে 🙂

শৈশব
--------------------------~ eS D
সুন্দর সে হাসি আছে শৈশবের/ নিষ্পাপ, নির্মল, ভরা আবেগের।।/ জানেনা যে সে মানা কিছু, তবে/ পারে শুধু কাঁদতে, অভিমানে পরাস্তে।।/ একদিনে তো হয়না কিছু বড়/ বিশ্ব সংসারে এ নিয়ম বড়ই ছোটো।।/ মেঘের আড়ালে সূর্য সেতো হাসে/ অমাবশ্যার চাঁদ, হয়ে যায় ফিকে।।
---------------------------------------- ----------------------------------------------------------------------------------~ নির্মল আবেগ 👶

প্রজাপতি
---------------------------~ eS D
আজ রবিবার,কবিমনে উঠেছে জেগে পূর্ণিমার চাঁদ/ উঠেছে ফুটে ঐ নাকের নথ, আলোয় ভরা তোমার আমার ঘর ||/ গাল ভরা হাসি সেতো, করে মন চুরি,/ রবিবারে নাই ছুটি, আমি যে তোমায় ভালোবাসি ||/ এ কথা বলবো তোমায়, না জানি কেমন করে/ একটুকু অবসরে, কথারা উড়েচলে পাখনা মেলে ||/ প্রজাপতির প্রাণ হতে নিয়েছি তোমার চোখের কালী/ কত ফুলের মধু সেতো, ঐ ঠোঁটে রেখেছো তুমি,/ তা কি করে জানি?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------~ কবির পূর্ণিমা 🙂

ঈশ্বর
-------------------------~ eS D
যদি বলি নাস্তিক আমি, করিনা ভয় কোনো কিছুই/ ঈশ্বরও সেতো অসুরো সম, পরিমাণ! সেতো শ্রুতিমধুর ।/ আলোচনায় আজ এসেছে, ঈশ্বর আর আমিত্ব/ এই আমিই যদি তুমি হও, তবে আজ কেনো নতমস্ত ?/ বুঝিনা মাগো তোমার খেলা, সেতো অনন্ত/ চোখে জল এলে পরেই, ঈশ্বর তুমি অনবদ্য ।/ আজ কি ভুলে ডেকেছি তোমায়, কেন জানা নাই/ হয়তো তুমিই জানতে চেয়েছো, ওপরের এই অস্তিত্ব ।/ সময় সাথে, হৃদয় দিয়ে, গড়া হয়েছে কত কাব্য/ কত ভগবান, কত তুমি, কত আমি, কত ছন্দ ।।

হারিয়েছি নিজেকে একোন গভীরে/ নিজেকে খুঁজেছি, তোমায় খুঁজতে গিয়ে।। আজ কেন ভোর হয়, রাত্রির খোঁজে/ একা একা রাত কত যায় সে কেটে ।। পুরুষের কিবা মন, কী সে ধণ/ বীজ সেতো ধরে আছে, কর্তিত্বের আস্ফালণ।। তোমার মাঝে জন্ম নেবে ছোট্ট বৃক্ষচারা/ প্রেমিকের মনে জাগে আবেগ, নতুন ভবিষ্যৎ গড়া।।

বাংলার প্যারিস (ノ◕ヮ◕)ノ*:・゚✧
-------------------------~ eS D
ছুটছে সে ট্রেন কালো ঘরে, বোঝাই করে কয়লা আনে/ পার্লামেন্টে ধোঁয়া উঠেছে, প্রশ্ন টেনে নিরাপত্তাতে।। মহুয়াতে মন মজেছে ভেংচি কেটে আঙ্গুল টেনে/ অপরাধ, সেতো বোধের জিনিস, বোধোদয়টা নিও সাথে।। টাকা নিতে গেছে মন্ত্রী রাজার কাছে হাকিম সেজে/ এদিক ওদিক উড়ছে টাকা, চোরাবালির কত মজা।। দিনের শেষে ঘুমটা যেনো জলটা ঢেলে নতুন দেশে/ ভালো কথা বলতে গেলে নাকটা বেকায় সিংহ সেজে।। কিবা রীতি, কিবা রাজ, খেলা করাই এদের কাজ/ মানুষ যদি বোঝে ভালো নিজ মানুষের, সব জায়গাই প্যারিস হতো, নাইজেরিয়া বা সোমালিয়াতে।। নয়তো আমি এমন কোনো সিদ্ধ মহাপুরুষ, আদিম সেসব ইচ্ছা গুলো, ভুল হলেই হয় কাপুরুষ।।


Lovepedia

Hey baby, hey baby
I have traveled so long
Something that I've done
Is gone now.

My world has became so gray
I feel i'm just a clay.
Will you meet me one day
I'll say just don't go away.

I wish, you will be there
Inside the mirror
No no, i am not a sinner
I just live inside the mirror.

ফিকে

শব্দ, সেতো হারিয়ে গেছে সময়ের পরিহাসে
মাথা নিচু করে আজ ভাবী একা বসে,
এ জ্বালা সই কেমনে আত্মহনণের পথে
কি করিয়াছি কেমনে, অজানা অচেনা অভিশাপে।।

নিষ্ঠূর এই জগৎ মাঝে শূন্য হাতে চাওয়া
কেউ দেবেনা দুমুঠো ভাত,
লোলুপ চোখে দেখি নিজের সর্বনাশ।।
ভুল করেছি ভালো ভেবে, কালো রঙে আলো
আমি ছাড়া এজগতের সবই ফিকে হলো।।

চাহিয়া দেখি কেমনে তাহারে
মনের মাঝে চলি আত্মগোপনে ।।
নিরবে একাকী করিয়া বিনীত কর
মন যেনো ভেসে চলে আজ সহোদর ।।
দিবসে দেখেছিলাম গগনে তে তারা
তুমি ভোর হয়ে যাবে আমি আর আমরা ।।

Thunder

Darling why are you so resistive
Let me start with a tension,feel the heat
I smell something is burning
The doors are getting inductive

Maybe, it's the God's plan
Our poles are getting fixed
Taste of the salty ion
Sometimes it will be missed

Come closer, closer to the shadow
D I O De don't underestimate me
The passion for fusion,producing the heat
A wave of thunder, making me sick

We live in memories and thoughts
We believe in our best way to die for
Oh lord, show me the holy path
I don't need any complex cause

Now tell me how much you are crazy
To live in a body, a mind and so messy
Nowadays love is not so easy
They judge, cut out all the simplicity.

বেলা শেষে মেঘের কোলে তোমার আনাগোনা
আলো ছায়া কালো জলে,দেখি তোমার কায়া ।।
কবির মন খোঁজে শুধুই শব্দে আঁকা জলছবি
দিনযাপনের কথা যে বলি, শূন্য ভাতের হাঁড়ি।।

রক্তের সাথে মিশেছে যে নানা রঙের খেলা
চোখ বুজে থাকো কেনো, করো কেনো অবহেলা।।

আকাশেতে আছে লেখা তারাদের ইতিকথা
মানুষের পদচিহ্ন আছে শুধু এই পৃথিবীতে আঁকা ||
বিজ্ঞানে করে বিশ্বাস, খুঁজিতেছে সে প্রাণের আভাস,
কয়েক আলোকবর্ষ দূরে ঐ নীল-কালো সীমানায়,
বোঝা যায় মহাদেব আছেন আজ চির নিদ্রায় ||
সকালের সোনারোদ যখন পরে ঐ পূর্ব সীমানায়
পশ্চিমের প্রাণে ওঠে গান, গোধূলির মহীমায় ||

কলোরং

শব্দ, সেতো হারিয়ে গেছে সময়ের পরিহাসে
মাথা নিচু করে আজ ভাবী একা বসে,
এ জ্বালা সই কেমনে আন্ত্মহণনের পথে,
কি করিয়াছি কেমনে, অজানা অচেনা অভিশাপে।।
নিষ্ঠুর এই জগৎ মাঝে শূন্য হাতে চাওয়া
কেউ দেবেনা দুমুঠো ভাত,
লোলুপ চোখে দেখি নিজের সর্বনাশ।।
ভুল করেছি ভালো ভেবে, কালো রঙে আলো
আমি ছাড়া এজগতের সবই ফিকে হলো।।

মনের মানুষ

সোনার বাংলা গড়ব বলে দায়িত্ব নিয়েছি তাই
তোমার আমার ইতিহাসের জয় হবে নিশ্চয়ই ।।
ভালোবেসে করেছো যে কাজ হবেনা তার অপচয়
আশ্বাসের কালো মেঘে বৃষ্টি দেবে পরিচয় ।।
একদশকে মাটির মানুষ করেছে মনের জয়
পাস ফেলে আপত্তি নাই, শুধু ভুলে যাওয়ার ভয় ।।

হরিহরের ফকিরি

অবশেষে হরিহর পড়লো যে ফাঁদে
সব কিছু ত্যাগ করে, বলে বনবাস যাবে।।
একে একে দুই, আর দুয়ে দুয়ে চার
এক হাতে শুরু করে আট হাতে ভার।।
এই ভেবে হরিহর করছে জীবন পার
দুই চোখে খুঁজে বেড়ায় অন্য দুটি হাত।।

এমন দিনে হটাত করে রাধার হলো জ্বর
কৃষ্ণ বেটা ছাগল সেজে গেলো ফকির ঘর
সংকটে যে কাটছে দিন,বলে ফকির হরিহর।।
প্রভু বলে ডাকবো তোমায়, ও হরিহর
অকালে যে আমার রাধা, কাটছে সাজা,
করো পারাপার, তোমার হয়ে বনবাসের নেবো দায় আবার।।

To the glory

You have to struggle for your own food
To define, to design what is good for you
I'm a traveler of space
I read face as a book of stress
I don't care what you can dare
So my dear, let me make it clear
I am doing you a favour,
Don't consider it as I'm a sinner
I left boundaries a long time ago
Now I feel like shining as a whole
Into your eyes, stars and midnight sky
The youth is a journey towards joy
And gain, nothing to worry
To the glory of the morning sky

সুযোগসন্ধানী

হয়তো ভেবে লিখতে পারি অনেক প্রেমের গান
থাকবে তাতে কৃত্রিমতা, আবেগ ছাড়া প্রাণ।।

একলা যদি মনি করি, কঠিন সে পথচলা
তাই কল্পনাতে তোমায় ধরি, দিন রাত্রির খেলা।।

ইচ্ছা হলে তোমায় আমি ডাকবো বলে সনাতনী
তোমার আমি, আমার তুমি, ভাবনা কিসের, অন্তর্যামী।।

হয়তো সেদিন ভেবেছিলাম ছোট আমি, বড় তুমি
ভালোবাসা ছিলনা তখন, আমি! সেতো সুযোগসন্ধানী।।

এক পলকে অনেকটা সময়, কেটেছে যে একলা
গিয়ে দূরে কাছে এসে, দেখি মনে আছে খোলা জানালা।।

এত প্রেম কি করে তুমি রেখেছো স্বরনে, শয়নে, স্বপ্নে,
আজ যেনো ভালোবাসা এসেছে যে এ প্রাণে।।

For You and Mine

Life, is a ride, with you my love stand by side
I can't see more far away, cause you are here
All the lights can just fade away, I can't ignore
A presence of smile is like my peace of mind
In your face, I wanna see the glory of love and faith
Dear, We'll be together, to see the sun sail through the milky way
A butterfly from the horizon sky, little love wings fly by
From the magic of the moment, let it start all over again
I shouldn't forget to wear a smile, for a moment to be divine
Oh my love, of the life, the journey starts with struggle and pride
For the birth of a child, the reason that extends the beauty of you and mine
Life, is a ride, with you my love stand by side

দুরত্ব বারে দিনে দিনে
নিস্তব্ধতা বাজে কানে
কি জানি এ কোন আগুনে
পুড়ছে দেহ আত্মগোপনে।।

সুখ দুঃখের ভাগী হতে
বাড়িয়ে ছিলাম হাত
ভিক্ষার ঝুলি গলায় দিয়ে
বলেছিলে, তোর হোক সর্বনাশ।।

স্বপ্ন সেতো একার নয়
সত্যকে কখনো করিনা ভয়
তোমার আমার এ দুনিয়া
স্বার্থ ছাড়া সবই যে অভিনয়।।

নীলাকাশের ঐ নীলিমায়
খুঁজেছ তুমি অতীতে আমায়
প্রথম লেখা কবিতাটা
আজ তো আর কারো মনে নেই।।

মনের মানুষ

সোনার বাংলা গড়ব বলে দায়িত্ব নিয়েছি তাই
তোমার আমার ইতিহাসের জয় হবে নিশ্চয়ই ।।
ভালোবেসে করেছো যে কাজ হবেনা তার অপচয়
আশ্বাসের কালো মেঘে বৃষ্টি দেবে পরিচয় ।।
একদশকে মাটির মানুষ করেছে মনের জয়
পাস ফেলে আপত্তি নাই, শুধু ভুলে যাওয়ার ভয় ।।

স্মার্ট ফোন

বছর সোলো বয়স হলো মানিক বাবুর ছেলের
টিউশনিতে পড়তে গিয়ে পছন্দ হলো এক মেয়ে।।
দিন যায়, রাত যায়, পেটে তার খিদা নাই
বাবার সাথে ঝগড়া করে, বলে স্মার্ট ফোন চাই।।
প্রথম ফোনের বারোটা বেজে দিয়েছে ডাস্টবিনে পা
একটি ছেলের আবদারেতে দিল বাবার মাথায় ঘা।।
নতুন ফোনে বেজায় খুশি, প্রেমে পড়ল ভাটা
রাত্রি হলেই বাথরূমেতে এখন ফোটায় ছাতা।।

হচ্ছে মজা, চলছে খেলা,
ওপারের নোংরা এপারে ফেলা।
কোরোনা এসে তুললো ফণা
ধরলে পরে কেউ চেনেনা।
ভোটের সময় এসে গেছে
নেতারা সব উঠেছে গাছে,
বেতন, ভাতা সবই বাড়বে
ভোট যদি দাও আমার খাতে।
ভোট সেতো গেলে পরে,
বছর কাটে শূন্য জলে,
আবার ভোট এলে পরে,
বেতন, ভাতা সবই বাড়ে।

সরকারি সে চাকরি করে
মেয়ের বাবা বেজায় সুখে,
পণ দিয়েছে লক্ষ টাকা
যাবে সেতো দালাল খাতে।
লক্ষ টাকা নগদ দিয়ে
হয়েছে সে স্কুল চাকুরে,
স্কুলে এসে চর্চা করে,
ঘুষ দেওয়া কাকে বলে।

এই ভেবে আমার রাজা
দিলেন প্রজাদের সাজা,
সরকারি বলে কিছুই হবেনা,
দাও এবার, কাকে দেবে টাকা।
সাদা টাকা, কালো টাকা,
সবই যে হবে ফিকে
সময় হলেই জানা যাবে,
কে সরকার, আর কে হবে pk।

Tere bina aab lagne laga hai adhura
Din kaise kate, maan hai kahi khoya
Sath jo nibhane ka wada to Kiya
Tere bina ye pyar kaise hoga pura?

Jabhi main soch ta hu, ek chain sa Mila
Dino ki gaherayi andhere me mila
Yade jo jure hai palko k sath,
Swapne jaise lage kahi paheli mulakat

Kabhi sukh to kabhi adura,
Jiban hai ek rangeen sa mela
Gor se suno Dil ki wo baat, wo saas
Mritu hi to sukh hai, tere sath, tere pas

Swapne jo dekhe the aab ho raha hai pura
Jiban to sirf parchhayi hai, sunnyo hi pratham hai
Sarir to ek majburi hai ish sangsar me
Jiban hi mritu hai, ish sukh ki bichar me

कहता है दिल तुझे क्या बताये
दिलका ये मन्ना क तू मुस्कुराता रहे।
यादे तो आये, दिल में छाये गुलिस्तां
जरा पास तो आये, छूना है यो आसमान
बीते हुये काल, सोचके तू ना रहे परिसन
तेरी याद जो आये, तेरी याद जो आये।

Get in touch